বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪

কাশ্মীরের স্বায়ত্ব শাসনের মর্যাদা ফেরাতে আর্টিকেল-৩৭০ পুনর্বহালের প্রস্তাব পাশ

হিন্দুত্ববাদী ভারত কর্তৃক দখলকৃত জম্মু-কাশ্মীরের স্বায়ত্ব শাসনের মর্যাদা ফেরাতে আর্টিকেল-৩৭০ পুনর্বহালের প্রস্তাব পাশ করেছে নব-নির্বাচিত মূখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর সরকার।

সম্প্রতি দখলকৃত অঞ্চলটির বিধানসভায় প্রস্তাবটি উত্থাপন করেন উপ-মূখ্যমন্ত্রী নির্বাচিত হওয়া রাজ্য সরকার দল ন্যাশনাল কনফারেন্স (এনসি) এর সুরিন্দর কুমার চৌধুরী।

তিনি বলেন, কাশ্মীরের স্বায়ত্ব শাসনের বিশেষ মর্যাদা বাতিল করায় বাইরের লোকেরাও এখানকার জমি কিনছেন। একারণে অসুবিধার মুখে পড়তে হচ্ছে স্থানীয়দের।

এছাড়া মোদির নেতৃত্বাধীন উগ্র হিন্দুত্ববাদী বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন,  আমরা (আর্টিকেল-৩৭০ এর অধীন) আমাদের সেই অধিকার ও বিশেষ মর্যাদা ফিরিয়ে আনার কথা বলছি যা ২০১৯ সালে মোদি সরকার কেড়ে নিয়েছিলো। যদি বিজেপিকে নার্কো পরীক্ষা করানো হয়, তবে দেখা যাবে তারাও একই জিনিস (অনুচ্ছেদ ৩৭০ ফিরিয়ে আনা) চায়।

এসময় বিজেপির পক্ষ থেকে নির্বাচিত কাশ্মীর বিধান সভার বিধায়করা ক্ষোভে ফুঁসে উঠেন। সুরিন্দর কুমারের বক্তব্য ও আর্টিকেল-৩৭০ এর বিরোধিতায় হট্টগোল শুরু করে দেন।

উল্লেখ্য, রিমান্ডে ওষুধ প্রয়োগ করে প্রথমে অবচেতন, অতঃপর অবচেতন মনকে আধো আধো হুশে ফিরিয়ে বেশি তথ্য জানতে চাওয়ার পদ্ধতিকে নার্কো টেস্ট বলা হয়।

এছাড়া আর্টিকেল-৩৭০ হলো ভারতীয় সংবিধানের একটি বিশেষ ধারা ,যে ধারার ৩৫ক অনুচ্ছেদের আওতায় তৎকালীন ভারত সরকার কাশ্মীরকে স্বায়ত্ব শাসনের বিশেষ মর্যাদা দিয়েছিলো। আর্টিকেল-৩৭০ এর ফলে নিজস্ব পররাষ্ট্র নীতি, প্রতিরক্ষা ও যোগাযোগ ব্যবস্থা ব্যতীত কাশ্মীর একটি স্বাধীন রাষ্ট্রের ন্যায় সবকিছুর ক্ষমতা রাখতো। ছিলো নিজস্ব আইন, সংবিধান ও পতাকা। অনুমতি ছিলো না কাশ্মীরী ব্যতীত অন্য কেউ এতে জমি ক্রয় পূর্বক স্থায়ী হওয়ার সুযোগ ও কারখানা ইত্যাদি স্থাপনের একতরফা অনুমতি।

কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গাবাজ উগ্র হিন্দুত্ববাদী মোদির সরকার আর্টিকেল-৩৭০ ও এর অনুচ্ছেদ ৩৫ক বাতিলের মাধ্যমে ২০১৯ সালে দখলকৃত কাশ্মীরের এই বিশেষ ক্ষমতা ও মর্যাদা বাতিল করে। বিপুল পরিমাণ সেনা মোতায়েন, সর্বাত্বক কারফিউ, বিদ্যুৎ ও সবধরণের যোগাযোগ বন্ধ করার মাধ্যমে আধুনিক পৃথিবী করোনাকালীন লকডাউনের সাথে পরিচিত হওয়ার পূর্বে মুসলিম অঞ্চলটিকে ভারত সহ পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেয়। মুসলিম জাতিসত্ত্বার সংখ্যাধিক্যে পরিবর্তন ঘটানোর লক্ষ্যে হত্যাযজ্ঞ চালানোর পাশাপাশি বিপুল পরিমাণ উগ্র হিন্দুত্ববাদ লালনকারী হিন্দু ধর্মাবলম্বীদের নৈসর্গিক অঞ্চলটিতে স্থায়ী হওয়ার ব্যবস্থা করে দেয়। অনুমোদন দেয় জোরপূর্বক কাশ্মীরী নারী ও মেয়েদের বিবাহের। যা বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছিলো।

এই বিচ্ছিন্নতা প্রায় ৯ মাস পর্যন্ত বহাল রাখা হয়েছিলো। স্থানীয় পত্রিকায় খবর এসেছিলো শতাধিক কাশ্মীরী ভারতীয় সেনা কর্তৃক শহীদ হওয়ার। আন্তর্জাতিক জবাবদিহিতা থেকে বাঁচতে, জানাযা ও জানাযা কেন্দ্রিক জমায়েত থেকে বিদ্রোহ ছড়িয়ে পড়ার সুযোগ না রাখতে তাদের অধিকাংশের লাশ গুম করা হয়। পরবর্তীতে অনেক শহিদের লাশ তাদের স্বজনেরা বিশ্বের অন্যতম ভয়ংকর সীমান্ত হিসেবে বিবেচিত  লাইন অফ কন্ট্রোলের বিভিন্ন অংশে খুঁজে পান। এই ঘটনা ফাঁস হয়ে পড়লে বিভিন্ন অজুহাতে লাইন অফ কন্ট্রোল সীমান্তে স্থানীয়রা যেনো যেতে না পারেন তা নিশ্চিত করা হয়। এমনও তথ্য বিশ্বের সামনে আসে যে, লাগাতার ৫-৬ মাস অনাহারে থেকেছে কাশ্মীরা। ঘরের আঙ্গিনাতেও তারা বের হতে পারেননি। বিভিন্ন কাশ্মীরী শিশুর ক্র্যাকডাউন ও ব্ল্যাক আউটের আগের ও পরের ছবি ভাইরাল হয়।

উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকার কাশ্মীরের মুসলিম জাতিসত্ত্বার সংখ্যাধিক্যে এজন্য পরিবর্তন ঘটাতে চেয়েছিলেন যেনো জাতিসংঘ কর্তৃক কাশ্মীরের পাকিস্তান কিংবা ভারত যেকোনো দেশে সঙ্গযুক্তির যে অধিকার সংরক্ষিত রয়েছে , এর সুযোগ আর না থাকে। কেননা ভারত কর্তৃক দখলকৃত অংশের অধিকাংশ কাশ্মীরীরা চায় স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা পাক, নয়তো পাকিস্তানের সাথে সংযুক্ত হোক তাদের ভূখণ্ড।

সূত্র: এআরওয়াই নিউজ, আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img