বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪

জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনও প্রকার নির্বাচন হতে দেওয়া হবে না : মোস্তফা

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, জাতীয় পার্টি পিপীলিকা নয়, জাতীয় পার্টি বাজপাখি। জাতীয় পার্টিকে নিয়ে যারা ষড়যন্ত্রে নেমেছেন তারা সাবধান হয়ে যান। কত সাবান এলো গেল তিব্বত সাবান রয়ে গেল। জাতীয় পার্টি এত ছোট দল নয়, ৪২ বছরের দল, ৯ বছর সফলতার সঙ্গে এ দেশ পরিচালনা করেছে। জাতীয় পার্টিকে বাদ দিয়ে এ দেশের মাটিতে কোনো প্রকার নির্বাচন হতে দেওয়া হবে না। রাজপথে থেকেই ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

আজ শুক্রবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত এক কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তফা বলেন, জাতীয় পার্টিকে মাঠ পর্যায়ে ঢেলে সাজিয়ে একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি তৈরি করার মেসেজ দেওয়ার জন্য এই কর্মীসমাবেশ। প্রত্যেক ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি ও উপজেলা কমিটি শক্তিশালীভাবে সংগঠনের জন্য এখন থেকে প্রস্তুতি নিবেন। দ্রুত সময়ের মধ্যে কাউন্সিলের মাধ্যমে প্রতিটি কমিটি করার প্রস্তুতি গ্রহণ করবেন। রংপুর মহানগরে জাতীয় পার্টি ও তার প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠন সংগঠিত আছে, যেকোনো মুহূর্তে আমাদের ডাক এলে রংপুরকে অচল করে দেওয়া হবে।

জাতীয় পার্টিকে নিয়ে নানা ষড়যন্ত্রে বিভিন্ন রাজনৈতিক দলসহ যারা লিপ্ত আছেন তাদের উদ্দেশ্য করেন জাপার কো-চেয়ারম্যান বলেন, তাদের হুঁশিয়ারি করে দেওয়ার সময় এসেছে। রংপুর জাতীয় পার্টির ঘাঁটি, রংপুর জাতীয় পার্টির অস্তিত্ব, এই মাটিতে হুসেইন মুহাম্মদ এরশাদ শায়িত আছেন। এই পার্টিকে নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও জাতীয় পার্টির রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই হলো আজকে দিনের অঙ্গীকার।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস.এম ইয়াসিনের সভাপতিত্বে কর্মীসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগরের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও মহানগরের সিনিয়র সহ-সভাপতি জাহেদুল ইসলাম প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img