বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

লেবাননের আরও ৪০ জন নাগরিগকে হত্যা করলো ইসরাইল

লেবাননের পূর্বাঞ্চলীয় বালবেক ও বেকা এলাকায় হামলা চালিয়ে আরও ৪০ জনকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

বুধবার (৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার পূর্ব লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

লেবাননের সংস্কৃতিমন্ত্রী বলেছেন, ইসরাইলি হামলায় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বালবেক শহরের রোমান ধ্বংসাবশেষের আশপাশে অটোমান যুগের একটি ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানায়, বালবেক এলাকায় তারা যে হামলা চালিয়েছে তাতে হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়েছে।

বালবেক-হারমেল প্রদেশের গভর্নর বাচির খোদর তার এক্স অ্যাকাউন্টে বলেছেন, ইসরাইলি যুদ্ধবিমান বুধবার বালবেকে ২০টি বিমান হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় বার্তাসংস্থা এনএনএ জানিয়েছে, হামলায় ধ্বংস হওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে বেঁচে যাওয়া ব্যক্তিদের সন্ধানের চেষ্টা এখনো চলছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img