মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদে পুনরায় নির্বাচিত হয়েছেন দুই মুসলিম পদপ্রার্থী রাশিদা তালিব ও ইলহান ওমর।
এ নিয়ে ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব চতুর্থ মেয়াদে ও সোমালি আমেরিকান ইলহান ওমর তৃতীয় মেয়াদে বিজয়ী হলেন।
রাশিদা তালিব ডিয়ারবর্নের বৃহৎ আরব-আমেরিকান সম্প্রদায়ের সমর্থনে মিশিগানের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। এক্ষেত্রে তিনি রিপাবলিকান জেমস হুপারকে পরাজিত করে চতুর্থ মেয়াদে জয়ী হয়েছেন। গাজ্জায় ইসরাইলি আগ্রাসনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার কট্টোর সমালোচক তিনি।
অপরদিকে, মিনেসোটাতে তৃতীয় মেয়াদে জয় পেয়েছেন ইলহান ওমর। তিনিও গাজ্জায় চলমান ইসরাইলি গণহত্যার একজন কড়া সমালোচক।
সূত্র: মিডল ইস্ট মনিটর