বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

ডোনাল্ড ট্রাম্পের জয়ে যে বার্তা দিলো হামাস

বিশ্ব সন্ত্রাসের প্রধান মদদদাতা ও বিশ্ব মোড়ল খ্যাত আমেরিকার নব-নির্বাচিত প্রেসিডেন্ট প্রসঙ্গে নিজেদের অবস্থান জানিয়ে বার্তা দিয়েছে গাজ্জায় লড়াইরত ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

বুধবার (৬ নভেম্বর) স্বাধীনতাকামী দলটির পক্ষ থেকে একটি প্রেস বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে আমরা ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থান ও কিছু বিষয় স্পষ্টভাবে জানাতে চাই।

১. আমাদের অবস্থান ফিলিস্তিনি জনগণ, তাদের ন্যায্য ও বৈধ অধিকার বিষয়ে নতুন মার্কিন প্রশাসনের অবস্থানের উপর নির্ভর করে আগাবে।

২. দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, ১৯৪৮ এ ফিলিস্তিন দখলের পর থেকে এখন পর্যন্ত সকল মার্কিন প্রেসিডেন্ট ফিলিস্তিন ইস্যুতে নেতিবাচক অবস্থান গ্রহণ করে এসেছেন। সর্বক্ষেত্রে জায়োনিস্ট সন্ত্রাসী ও দখলদারদের প্রধান পৃষ্ঠপোষক ও সবচেয়ে বড় সমর্থকও ছিলেন তারা। সেই ধারাবাহিকতায় সর্বশেষ মার্কিন প্রশাসনও জায়োনিস্ট সন্ত্রাসীদের দখলদারিত্ব ও আগ্রাসনের পক্ষাবলম্বন করে। এমনকি জায়োনিস্ট যুদ্ধাপরাধীদের রাজনৈতিক ও সামরিক সমর্থন দিয়ে আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যা ও যুদ্ধাপরাধ চালিয়ে যাওয়ার অনুমোদন দেয়। যা নারী, শিশু ও বৃদ্ধ সহ আমাদের হাজার হাজার জনগণকে নৃশংসভাবে হত্যায় তাদের পূর্ণ অংশীদারত্বের বিষয়টি নিশ্চিত করে।

৩. আমরা নতুন মার্কিন প্রশাসনকে জায়োনিস্টদের অন্ধ ও বিবেকহীন পক্ষাবলম্বন থেকে বিরত থাকার আহবান জানাই। আহবান জানাই, গাজ্জা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন ও গণহত্যা বন্ধে গুরুত্বের সাথে কাজ করার, ভাতৃপ্রতিম লেবানিজ জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধের, জায়োনিস্টদের রাজনৈতিক প্রশ্রয় ও সামরিক সহযোগিতা বন্ধের, আমাদের জনগণের ন্যায্য ও বৈধ অধিকারকে স্বীকৃতি দেওয়ার।

৪. নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে অবশ্যই তাদের সাধারণ জনগণের জায়োনিস্ট আগ্রাসন বিরোধী দাবীগুলো শুনতে হবে। যা তারা গত ১ বছরেরও অধিক সময় ধরে জানিয়ে আসছে যে, ফিলিস্তিনে দখলদারিত্ব ও গণহত্যার অবসান ঘটাতে হবে। ইসরাইল ও জায়োনিস্টদের স্বার্থ রক্ষায় মার্কিন সরকারের একতরফা সমর্থন ও পক্ষাবলম্বন বন্ধ করতে হবে।

৫. নতুন মার্কিন প্রশাসনের অনুধাবন করা আবশ্যক যে, বিদ্বেষে ভরপুর জায়োনিস্টদের দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনের জনগণ তাদের প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাবে। পূর্ণাঙ্গ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বায়ত্তশাসনের বৈধ অধিকার আদায় ও পবিত্র কুদসকে রাজধানী করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় বিচ্যুতি ঘটাবে এমন কোনো পথ বা প্রস্তাব কখনো গ্রহণ করবে না।

সূত্র: হামাস

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img