দেশীয় প্রযুক্তিতে তৈরি মাঝারি পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান।
সোমবার (৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানায় পাক সেনাবাহিনীর গণযোগাযোগ বিভাগ আইএসপিআর।
এতে বলা হয়, আকাশ ও সমুদ্রে ৩৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম দেশীয় প্রযুক্তির ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাক নৌ-বাহিনী। দেশীয় এই ক্ষেপণাস্ত্রে সর্বশেষ প্রযুক্তির উন্নত নেভিগেশন সিস্টেম সংযুক্ত করা হয়েছে। রয়েছে স্বয়ংক্রিয়ভাবে দিক ও গতি বদলানোর সক্ষমতা।
ক্ষেপণাস্ত্র পরীক্ষার আয়োজনে পাক নৌ-বাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ সহ উর্ধ্বতন কর্মকর্তা, বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারেরা উপস্থিত ছিলেন।
এমন সাফল্য বয়ে আনায় বিতর্কিত পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, জয়েন্ট অফ স্টাফ কমিটির চেয়ারম্যান সাহির শামশাদ মির্জা সহ দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ ক্ষেপণাস্ত্র প্রকল্পটির সাথে যুক্ত সকলকে অভিনন্দন জানান।
সূত্র: এআরওয়াই নিউজ