অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার অনুমতি প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টেবর) পার্টির আমির আল্লামা সারওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহারের গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।
নেতৃদ্বয় বলেন, বিগত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী আওয়ামী অপশাসনের চরম মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলোতে জাতিসংঘের মানবাধিকার কমিশন যথাযথ ভূমিকা পালনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছিল। গণমানুষের অধিকার রক্ষায় এই কমিশন কোন ধরনের ভূমিকা পালন করতে দেখা যায়নি। বিগত ফ্যাসিবাদী দুঃশাসনে এই মানবাধিকার কমিশনের অফিস খোলা সহ দৃশ্যমান তৎপরতা কাম্য ছিল। কিন্তু হাজারো শহীদের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশ এই ধরনের কমিশন এর অফিস খোলার প্রচেষ্টা বাংলাদেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে ব্যাহত করবে বলে আমরা বিশ্বাস করি। সাথে সাথে মানবাধিকারের নামে ফ্যাসিবাদী দানব অমীয়পশক্তির বিচার কার্য বাধাগ্রস্ত হতে পারে বলে আমাদের আশঙ্কা।
নেতৃদ্বয় আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এই কমিশনের তৎপরতা বিতর্ক সৃষ্টি করেছে। মুসলিম বিশ্ব নিষিদ্ধ সমকামিতা এবং নারীর অধিকারের নামে অযাচিত হস্তক্ষেপ জাতিসংঘের ভূমিকা কে বিতর্কিত করে তুলেছে। এসব কারণে বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার কমিশনের অফিস খোলার প্রচেষ্টা প্রত্যাখ্যাত হয়েছে।
নেতৃদ্বয় বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এবং মূল কর্তব্য হচ্ছে প্রয়োজনীয় সংস্কারপূর্বক একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। রাজনৈতিক ও ধর্মীয় স্পর্শকাতর বিষয়ে এ ধরনের বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করার ম্যান্ডেট এই সরকারের কাছে নেই। আমরা এই সরকারকে সহযোগিতা করতে ইচ্ছুক কিন্তু গণবিরোধী কোন ভূমিকায় অবতীর্ণ হলে জনগণকে সাথে নিয়ে যেকোনো অপচেষ্টা সক্রিয়ভাবে মোকাবেলা করা হবে।
নেতৃদ্বয় আরো বলেন, আমরা সরকারের কাছে আহ্বান জানাই মানবাধিকার কমিশনের অফিস খোলার বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে গিয়ে নিজেদের মূল দায়িত্বের দিকে মনোনিবেশ করার।