বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

রাসুলের জীবনাদর্শই আদর্শ রাষ্ট্র গঠনের একমাত্র চাবিকাঠি : মঞ্জুরুল ইসলাম আফেন্দী

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, সমাজে ন্যায় বিচার ও ইসলাম প্রতিষ্ঠায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম এক মহামানব। মুসলিম জীবনের সর্বাবস্থায় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লামের ‍আদর্শ অনুসরণ করতে হবে। রাসূলের আদর্শের মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ ও সমাজ গড়ার কার্যকর চাবিকাঠি।

বুধবার (৩০ অক্টোবর) সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার চন্ডী প্রসাদ বিদ্যালয় মাঠে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সীরাত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা খিজির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান বক্তার বক্তব্য রাখেন, জমিয়ত সিনিয়র যুগ্মসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া। উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ বক্তার বক্তব্যে রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সদস্য মাওলানা নজরুল ইসলাম, উত্তরের সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জী, দক্ষিণের সাংগঠনিক সম্পাদক কাজী আমিনুদ্দীন, অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, বিয়ানীবাজার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব জমিয়তের সহ সভাপতি মহিউদ্দিন আলমগীর, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি জাহিদ আল হাসান, সাধারণ সম্পাদক শায়খুল ইসলাম প্রমূখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img