শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানা আরো ৫ মাসের জন্য পেছালো আন্তর্জাতিক অপরাধ আদালত

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আরো ৫ মাসের জন্য পিছিয়ে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। নেতানিয়াহুকে গ্রেফতারি পরোয়ানার অনুরোধ জানানো বিচারককে স্বাস্থ্যগত কারণে বদলির ঠিক তিন দিন পর এমন সিদ্ধান্ত নিল আইসিসি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি।

প্রসঙ্গত, গত মে মাসে নেতানিয়াহু ও গ্যালান্টসহ হামাসের ৩ জন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ করা হয়েছিল।

এমন সিদ্ধান্তের পর ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছে আইসিসি। সমালোচকরা বলছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার অনুরোধ জানানোর মাত্র ২৪ দিনের মধ্যেই তা গ্রহণ করেছিল আইসিসি। তবে নেতানিয়াহুর বিরুদ্ধে কেন এত বিলম্ব.?

এদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালতের এমন সিদ্ধান্তকে যৌক্তিক বলে দাবি করেছে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ। এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “নেতানিয়াহুর‌ গ্রেফতার বিলম্বিত করার জন্য আইসিসির কাছে অনেকগুলো কারণ রয়েছে ।”

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img