মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০২৪

গাজ্জায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু

গাজ্জায় যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছিলেন মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ সিসি, তা প্রত্যাখ্যান করেছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রোববার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ইসরাইলের সংবাদমাধ্যম চ্যানেল ১২।

রোববার মিসরের রাজধানী কায়রোতে আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুলমাজিদ তেবুনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে গাজ্জায় দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেন সিসি। প্রস্তাবে তিনি বলেন, গাজ্জায় দুই দিন অভিযান বন্ধ রাখবে ইসরাইলি বাহিনী। এই দু’দিনে চার জন জিম্মিকে মুক্তি দেবে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। বিনিময়ে কারাবন্দি কয়েক জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইলও।

তারপর ১০ আলোচনা করবে গাজ্জা, ইসরাইল ও মধ্যস্থতাকারী দেশের প্রতিনিধিরা। এ আলোচনার মূল বিষয়বস্তু হবে গাজ্জায় স্থায়ী যুদ্ধবিরতি সংক্রান্ত একটি চুক্তি গঠন এবং স্বাক্ষর।

চ্যানেল ১২-এর বরাত দিয়ে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, সিসি এই প্রস্তাব দেওয়ার পর তা ইসরাইলের অধিকাংশ এমপি, মন্ত্রী এমনকি ইসরাইলের নিরাপত্তা বাহিনীও তাতে সমর্থন জানিয়েছে; আপত্তি জানিয়েছেন শুধু নেতানিয়াহু এবং তার অনুগত কয়েকজন মন্ত্রী-এমপি ও সামরিক কর্মকর্তারা।

কায়রোর সেই সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টার মধ্যে এক সংক্ষিপ্ত বার্তায় নেতানিয়াহু বলেন, “গাজ্জায় শান্তি বিষয়ক আলোচনা চলতে পারে, কিন্তু সেজন্য ‍যুদ্ধবিরতির প্রয়োজন নেই। যুদ্ধের মধ্যেই আলোচনা চলবে।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img