কাশ্মিরের আখনুরে ভারতে সেনাবাহিনীর একটি গাড়িতে স্বাধীনতাকামীরা হামলা করেছে। হামলায় হতাহতের ঘটনা ঘটেনি বলে তাৎক্ষণিকভাবে জানিয়েছে ভারত সরকার। তবে হামলার পর ভারতীয় সেনাবাহিনী ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে।
আজ সোমবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে জানানো হয়েছে, স্বাধীনতাকামীরা কাশ্মিরের আখনুরে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় এবং এসময় তারা একাধিক রাউন্ড গুলিবর্ষণ করে। ভারতীয় বাহিনী বর্তমানে ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালাচ্ছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, স্বাধীনতাকামীরা গুলি চালানোর পর ঘটনাস্থল থেকে সরে যায়।
সূত্র : এনডিটিভি