চট্টগ্রামের হাটহাজারীতে শরু হচ্ছে কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নিবেদিত দেশের ঐতিহ্যবাহী সংগঠন আল-আমিন সংস্থার উদ্যোগে ঐতিহাসিক তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল।
বুধবার (৩০ অক্টোবর) দুপুর দুইটা থেকে চট্টগ্রাম হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলে বয়ান করবেন, হেফাজতের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, হাটহাজারী মাদরাসার মুহতামিম মুফতী খলিল আহমদ কাসেমী, পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী কাসেমী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, সিলেট বরুনার পীর মুফতী রশিদুর রহমান ফারুক, অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসাইন, চট্টগ্রাম নাজিরহাট মাদরাসার মুহতামিম মুফতী হাবিবুর রহমান কাসেমী, নানুপুর মাদরাসার মুহতামিম মাওলানা সালাহ উদ্দিন, চট্টগ্রাম জামিয়া মোজাহেরুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা লোকমান হাকিম, মেখল মাদরাসার মুহতামিম উসমান ফয়জী, ঢাকা বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মুহতামিম মুফতী আরশাদ রাহমানী, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, মুফতী মোস্তাকুন্নবী, মাওলানা মামুনুল হক, শায়খ আহমদ উল্লাহ, মুফতী সাখাওয়াত হোসেন রাজী প্রমুখ।
হাটহাজারী আল-আমিন সংস্থার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ও সেক্রেটারি মুহাম্মাদ আহসান উল্লাহ আগামী ৩০, ৩১অক্টোবর ও ১ নভেম্বর অনুষ্ঠিতব্য তাফসীরুল কুরআন মাহফিল সফল করতে তৌহিদী জনতার সার্বিক সহযোগিতা ও সুপরামর্শ কামনা করেছেন।