শনিবার, অক্টোবর ২৬, ২০২৪

হিজবুল্লাহ ও হামাসের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনে সমর্থন দিলেন ডোনাল্ড ট্রাম্প

হিজবুল্লাহ ও ফিলিস্তিনে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি আগ্রাসনে সমর্থন দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২৫ অক্টোবর) ওয়াশিংটন পোস্ট একটি ফোনকল সম্পর্কে অবহিত ছয়জনের সূত্রে এই তথ্য নিশ্চিত করেছে।

তিনি ওই ফোনকলে চলমান আগ্রাসনে ইসরাইলের প্রতি সমর্থন ব্যক্ত করে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেন, তোমার যা করা দরকার তা-ই করো।

ট্রাম্প এর আগে বলেছিলেন, তিনি অক্টোবরে নেতানিয়াহুর সাথে কমপক্ষে দু’বার কথা বলেছেন।

মার্কিন সেন লিন্ডসে গ্রাহাম বলেন, ট্রাম্প নেতানিয়াহুকে সামরিকভাবে কী করতে হবে, ওই বিষয়ে কিছু বলেননি। তবে তিনি প্রকাশ করেছেন যে তিনি পেজারদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। লেবাননে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে হামলার বিষয়টি উল্লেখ করেও তিনি বিস্ময় প্রকাশ করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর এক উপদেষ্টার সাথে যোগাযোগ করা হলে তিনি ফোনকলের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন।

সূত্র : আনাদোলু

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img