সোমবার, অক্টোবর ২১, ২০২৪

হামাসের হামলায় ইসরাইলি ব্রিগেড কমান্ডার নিহত

ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ৪০১ তম সাঁজোয়া ব্রিগেডের কমান্ডার কর্নেল ইহসান দাকসা (৪১) প্রাণ হারিয়েছেন। এছাড়া একই হামলায় গুরুতর আহত হয়েছেন আরেক সেনা কর্মকর্তা।

রোববার (২০ অক্টোবর) ইসরাইলি সেনাবাহিনী তথ্য জানেয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) জানায়, কর্নেল ইহসান দাকসা ট্যাংক নিয়ে গাজ্জার উত্তরাঞ্চলের জাবালিয়ায় ছিলেন। তিনি যে ট্যাংকে অবস্থান করছিলেন সেটিসহ মোট দুটি ট্যাংকে বিস্ফোরক দিয়ে হামলা চালান হামাসের যোদ্ধারা।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে জানা যায়, গাজ্জার স্থল হামলা চালাতে গিয়ে ইসরাইলি সেনাবাহিনীর যত উচ্চপদস্থ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন তার মধ্যে কর্নেল ইহসান অন্যতম।

প্রসঙ্গত, ইহসান দাকসা দ্রুজ শহর দলিয়াত আল-কার্মেলের বাসিন্দা ছিলেন। গত জুনে তিনি এই ব্রিগেডের কমান্ডারের দায়িত্ব নেন। ২০০৬ সালের আয়তা আস-সাব যুদ্ধে অবদান রাখায় তাকে সম্মানিত করা হয়।

সূত্র : টাইমস অব ইসরাইল

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img