স্বাস্থ্যখাতে আরও এক ধাপ এগিয়ে এলো ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। রাজধানী কাবুুলে প্রথমবারের মতো বধির ও বোবার সফল অপারেশন করা হয়েছে। তাই এ রোগের চিকিৎসা নিতে নাগরিকদের আর বিদেশ যাওয়ার প্রয়োজন নেই।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আফগান সিটি মেডিকেল হাসপাতালে এ অপারেশন করেন অভিজ্ঞ ডাক্তার নজীবুর রহমান হানীফ।
এ বিষয়ে নজীবুর রহমান হানীফ বলেন, জন্মগত বধির বাচ্চাদের অপারেশন করা এবং শ্রবণযন্ত্র লাগাতে তার বয়স পাঁচ বছরের কম হতে হবে। আজ আমরা প্রথমবারের মতো সফলভাবে এমন অপারেশন সম্পন্ন করেছি।
নজীবুর রহমান হানীফ দেশের সামর্থ্যহীন বধির ও বোবাদের চিকিৎসার সাহায্যে এগিয়ে আসতে সংশ্লিষ্ট সরকারী প্রতিষ্ঠান এবং দাতব্য সংস্থাগুলোকে আহ্বান জানান। কেননা, শ্রবণযন্ত্র স্থাপনের খরচ অনেক বেশি।
তিনি নাগরিকদের অনুরোধ করে বলেন, তারা যেন এ ধরণের সমস্যাতে পাঁচ বছরের কম বয়সেই রোগীদের নিয়ে ডাক্তারের শরণাপন্ন হয়।
এমনিভাবে এদিন ১৯ বছর বয়সী হাবিবুল্লাহর দুই কানের সফল অপারেশন সম্পন্ন হয়েছে। সে ছয় বছর পূর্বে ছাদ থেকে পড়ে বধির হয়ে গিয়েছিল।
সূত্র: বাখতার নিউজ এজেন্সি