বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪

ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের হত্যার অধিকার রয়েছে ইসরাইলের: জার্মান পররাষ্ট্রমন্ত্রী

নিজেদেরকে ‘রক্ষার’ জন্য ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের হত্যা করার অধিকার রয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের।

মঙ্গলবার (১৫ অক্টোবর) জার্মানির পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে এমন বিধ্বংসী মন্তব্য করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বেয়ারবক।

তিনি ইসরাইলি সেনাবাহিনী কর্তৃক সাধারণ ফিলিস্তিনিদের হত্যার বৈধতা দেওয়ার চেষ্টা করতে গিয়ে বলেন, আত্মরক্ষার মানে শুধুমাত্র সন্ত্রাসীদের আক্রমণ নয়, তাদের ধ্বংস করাও বটে। যখন ‘হামাসের সন্ত্রাসী’রা সাধারণ নাগরিকের পিছনে অথবা স্কুলের মধ্যে লুকিয়ে থাকে তখন এই সকল স্থানগুলো সুরক্ষিত বেসামরিক স্থানের মর্যাদা হারায়। কারণ, সন্ত্রাসীরা এর অপব্যবহার করছে।

তবে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্য সঠিক নয় বলে উল্লেখ করেছেন মানবাধিকার বিষয়ক আইনজীবী ক্রেগ মখিবার।

তিনি বলেন, গাজ্জার অভ্যন্তরে প্রবেশ করে সেখানে আক্রমণ করছে ইসরাইল। অথচ আন্তর্জাতিক আইন অনুযায়ী গাজ্জার ভেতরে তার ‘আত্মরক্ষার’ কোনও অধিকার নেই।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img