বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ওমর আবদুল্লাহ

দখলকৃত কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা ওমর আবদুল্লাহ।

বুধবার (১৬ অক্টোবর) সকালে শ্রীনগরে শেরে কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তাকে শপথবাক্য পাঠ করান উপরাজ্যপাল মনোজ সিনহা।

দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেন ওমর আবদুল্লাহ। এর পূর্বে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন।

এবারের রাজ্য নির্বাচনে কাশ্মীরের ৯০ সদস্যবিশিষ্ট বিধানসভার ৫৩টি আসন জিতেছে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স জোট। ন্যাশনাল কনফারেন্স ৪২টি এবং কংগ্রেস ৬টি আসন লাভ করে। এছাড়া ৪ জন স্বতন্ত্র প্রার্থী এবং আম আদমি পার্টির (এএপি) একমাত্র প্রার্থী ন্যাশনাল কনফারেন্সের প্রতি সমর্থন ব্যক্ত করেন।

মুখ্যমন্ত্রী ওমর হলেন আবদুল্লাহ পরিবারের তৃতীয় প্রজন্ম। তার দাদা শেখ আবদুল্লাহ ও বাবা ফারুক আবদুল্লাহ; উভয়েই জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী হয়েছিলেন।

সূত্র: দৈনিক জং উর্দু

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img