বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪

আব্দুর রাজ্জাক ও ফারুক খান ২ দিনের রিমান্ডে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং মুহাম্মাদ ফারুক খানকে আলাদা দুটি মামলায় দুই দিনের রিমান্ডে দিয়েছে ঢাকার একটি আদালত। তারা দুজনই আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য।

সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে আটক করা হয় ফারুক খানকে।

এরপর আজ নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আদালতে উপস্থাপন করে আব্দুর রাজ্জাককে পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

অন্যদিকে গোপালগঞ্জ-১ আসনের ছয় বারের সাংসদ মুহাম্মাদ ফারুক খান সর্বশেষ বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ছিলেন। পল্টন থানায় বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় আদালতে দশ দিনের রিমান্ড আবেদন করে পল্টন থানা পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img