বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪

ইসরাইলকে আকাশসীমা ব্যবহার করতে দিবে না মধ্যপ্রাচ্যের ৩ দেশ

মধ্যপ্রাচ্যের তিন দেশ ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে আমেরিকাকে জানিয়ে দিয়েছে। তিনটি দেশ হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তারা (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার) ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনের জন্য ইসরাইলকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না।

এর আগে, মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরান এই অঞ্চলে মার্কিন মিত্রদের সতর্ক করেছে যে, ইরানে হামলার জন্য ইসরাইল সরকারকে তাদের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দেয়া হলে সেইসব দেশকেও লক্ষ্যবস্তু করা হবে।

গত ১ অক্টোবর দখলদার ইসরাইলের বিরুদ্ধে ইরান অপারেশন ট্রু প্রমিজ-২ পরিচালনা করে। ইসরাইল ইরানের ওপর পাল্টা হামলা চালানোর কথা বলে আসছে। এ অবস্থায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক দেশগুলো সফরে বের হন এবং সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতকে বিশেষ বার্তা দিয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img