শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ করবে পিটিআই

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আবারও বিক্ষোভের ঘোষণা দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীরা। আগামী ১৫ অক্টোবর রাজধানী ইসলামাবাদের ব্যস্ততম জায়গা ডি চকে সমাবেশের ঘোষণা দিয়েছে পিটিআইয়ের রাজনৈতিক কমিটি।

শুক্রবার (১১ অক্টোবর) দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পিটিআইয়ের তথ্য সচিব শেখ ওয়াকাস আকরাম একটি বিবৃতি জারি করে নিশ্চিত করেছেন যে ১৫ অক্টোবর ডি-চকে একটি বড় আকারের বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

প্রতিবেদ আরও বলেন, কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে আঞ্চলিক পর্যায় পর্যন্ত সকল সাংগঠনিক প্রধানকে বিক্ষোভের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ১৫ এবং ১৬ অক্টোবর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হবে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীসহ এস জয়শঙ্করসহ দশটিরও বেশি বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি উপস্থিত থাকবেন। মূলত এই সম্মেলন টার্গেট করেই বড় জনসমাগম করতে চায় পিটিআই। যদি এখানে বলপ্রয়োগ করে সমাবেশ ভণ্ডুল করে দেওয়া হয়, সেক্ষেত্রে চাপ বাড়বে শেহবাজ শরিফ সরকারের ওপর।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img