বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪

চট্টগ্রাম মহানগর নেজাম ইসলাম পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগর এর ব্যবস্থাপনায় ‘রক্তাক্ত জুলাই বিপ্লব:সম্বলিত রাজনীতি ও মজলুম জনতার প্রত্যাশা শীর্ষক’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) নগরীর মুরাদপুরস্থ হোটেল জামান এন্ড রেস্টুরেন্ট হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা মনজুরুল কাদের চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারী মাওলানা আনোয়ার হোসাইন রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজী ও প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সরওয়ার কামাল আজিজী বলেন, জালিম ফ্যাসিবাদী আওয়ামী সরকারের বিরুদ্ধে এদেশের আলেমসমাজ, ছাত্রসমাজ ও আপামর জনসাধারণ রাজপথে রক্ত দিয়ে যে বিপ্লব এনেছে সেটাকে অর্থবহ করে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে তাদের রক্তদান বৃথা যাবে।
তাদের রক্ত আমরা কখনো বৃথা যেতে দেব না।

এতে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক মুহাম্মদ এরশাদ উল্লাহ, মহানগর জামায়াতের আমীর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আলী উসমান, নেজাম ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর আব্দুর রহমান চৌধুরী, হেফাজতের কেন্দ্রীয় যুগ্নমহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনির, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, ড. আবিদুর রহমান তালুকদার, মাওলানা জিয়াউল হাসান, কেন্দ্রীয় সমাজ কল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন জালাল, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা ড.বেলাল নূর আজিজী, দীন মুহাম্মাদ রাব্বানীও ছাত্রনেতা অলি উল্লাহ আরজু প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img