বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ডা. শামসুল আরেফিন শক্তি বলেছেন, আল্লাহর ভয় মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে। ইসলাম হচ্ছে পরশ পাথর। যারাই একবার ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় গ্রহণ করে, তারাই সোঁনার মানুষে পরিণত হয়ে যায়।
রবিবার (৬ অক্টোবর) চট্টগ্রাম জামিয়াতুল উলুম লালখান বাজার মাদরাসার মাঠে অনুষ্ঠিত ইসলামি বইমেলায় তিনি এসব কথা বলেন।
শামসুল আরেফিন বলেন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা পাপাচার থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করে। পাপাচার থেকে দূরে থাকে। মুত্তাকী ব্যক্তি আল্লাহর কাছে যেমন সম্মানিত তেমনি দুনিয়ার মানুষের কাছেও সম্মানিত।
তিনি বলেন, সারা দুনিয়ায় যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় বা সব মানুষ সৎ হয়ে যায় কিন্তু আমি অসৎ ও আল্লাহর সাথে আমার সম্পর্ক না থাকে তাহলে আমার জীবন ব্যর্থ।
মুফতী হারুন ইযহারের তত্ত্বাবধায়নে গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া ১০ দিনি ব্যাপি এই বইমেলা গতকাল সমাপ্ত হয়েছে।