বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪

ভারতে মহানবীকে অবমাননার প্রতিবাদে বাঁশখালী হেফাজতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ভারতের পুরোহিত রামগিরি মহারাজ কতৃক মহানবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তি এবং তাতে বিজেপি নেতার সমর্তনের প্রতিবাদে হেফাজত ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৪ অক্টোবর) উপজেলার মিয়ার বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা হেফাজতের সভাপতি মাওলানা নুরুল হক সুজিস এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়াহিদুল্লার সসঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা হেফাজতের উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা ক্বারি ফজলুল করিম, উপজেলা হেফাজতের সেক্রেটারি, মাওলানা মহিউদ্দিন জসিম, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, মাওলানা হেলাল উদ্দিন পুকুরিয়বী, জয়েন্ট সেক্রেটারি শোয়াইব আল কাসেমী, উপজেলা হেফাজতের যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ আব্দুল ওয়াজেদ ও দপ্তর সম্পাদক মাওলানা মোশাররফ হোসাইন প্রমুখ।

সমাবেশ থেকে বাঁশখালী প্রশাসনের প্রতি নিম্নোক্ত দাবীসমূহ উপস্থাপন করা হয়।
আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটুক্তিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা।
বাঁশখালীর কোন স্থানে ইসলাম নিয়ে কেউ কটুক্তি করলে তাকে সাথে সাথে গ্রেফতার করা।
আসন্ন পূজা উপলক্ষে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করে সাম্প্রদায়িক সহাবস্থান নষ্ট করতে না পারে এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে জোরদার ব্যবস্থা গ্রহণ করা।
নামাজের সময় পূজার মাইক বন্ধ রাখার নির্দেশনা জারি করা।
স্কুল, কলেজে ইসলামী বিধান পালনে কেউ যেন বাধার সৃষ্টি করতে না পারে এ ব্যাপারে সতর্ক থাকা।
সঙ্কটময় পরিস্থিতিতে হেফাজতে ইসলাম নেতৃবৃন্দের সাথে পরামর্শ করা।

বিক্ষোভ মিছিলটি বাঁশখালী মিয়ার বাজার থেকে শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে মাওলানা নুরুল হক সুজিস সাহেবের দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img