শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানি করা হবে : সৈয়দা রিজওয়ানা হাসান

বন ও পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ইলিশ ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ পাবে। সেটা খুব ছোট করে দেখার মতো টাকা না।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ থেকে ইলিশ চলে গেলে এখনো তো যায়নি। শুধু একটা সিদ্ধান্ত হয়েছে। তার আগেই তো দাম বেড়ে গেছে। রপ্তানি হলে দাম বাড়বে এই কথাটা ঠিক না।

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে ওপার থেকে সমর্থন ছিল উল্লেখ করে উপদেষ্টা বলেন, যেটা সরকারের বিবেচনায় আছে, যারা ইলিশটা চাচ্ছে, তারাও কিন্তু বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে ওপার থেকে অনেক সমর্থন দিয়েছে, সেটা আমরা সকলে দেখেছি। আমরা কতগুলো কথা খুব সহজে বলে ফেলি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সব সময় মনে রাখতে হবে প্রতিবেশীর সাথে অনেক বিষয়ে আমাদের আলাপ-আলোচনা করতে হবে। সেই আলোচনার ধারাটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক, সেটা আমরা চাই না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img