বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

শিমলার আরেকটি মসজিদ গুড়িয়ে দেওয়ার উদ্যোগ উগ্র হিন্দুত্ববাদীদের

অবৈধভাবে নির্মিত দাবী করে শিমলার আরেকটি মসজিদ গুড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) হিমাচল প্রদেশের রাজধানী শিমলার কাসুম্পতি গ্রামে এই সাম্প্রদায়িকতা দেখা দেয়।

উগ্র হিন্দুত্ববাদীরা দাবী করে, কাসুম্পতি গ্রামের মসজিদটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। মসজিদ নির্মাণ করতে স্থানীয় সরকার-প্রশাসনের যেসব অনুমোদন নেওয়া দরকার সেসবের অনুমোদন নেয়নি মসজিদ কর্তৃপক্ষ। আবাসিক বসবাসের জন্য বরাদ্দ জমিতে এটি নির্মাণ করা হয়েছে। তাই এখানে মসজিদের উপস্থিতি লোকাল জোনিং রেগুলেশনের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া আশপাশের পরিবেশে বিরূপ প্রভাব ও যানজট সৃষ্টির জন্যও দায়ী এই মসজিদ। মসজিদকে কেন্দ্র করে এই এলাকায় অজ্ঞাত ব্যক্তি ও শরণার্থীদের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে।তাই মসজিদটি গুড়িয়ে দিতে হবে।

এনিয়ে মসজিদের পক্ষে থাকা স্থানীয় মুসলিম-অমুসলিম ও মসজিদের বিপক্ষে অবস্থান নেওয়া উগ্র হিন্দুত্ববাদীদের মাঝে কাসুম্পতিতে উত্তেজনা দেখা দেয়।

এছাড়া মসজিদ গুড়িয়ে দেওয়ার দাবীতে কাউন্সিলর রঞ্চনা শার্মার নেতৃত্ব স্থানীয় হিন্দুত্ববাদীদের একটি দল শিমলার জেলা প্রশাসক অমিত ক্যাশপ, পুলিশ সুপার সঞ্জীব কুমার গান্ধী ও নগরীর পৌর-কমিশনার ভূপিন্দর আত্রির সাথে দেখা করে। দাবী-দাওয়া ও স্মারকলিপি প্রদান করে।

এর পূর্বে গত বুধবার (১১ সেপ্টেম্বর) ও হিমাচলের রাজধানীটির সানজৌলি এলাকায় একটি মসজিদের একাংশ অবৈধ নির্মাণ দাবী করে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করে উগ্র হিন্দুত্ববাদীরা। প্রশাসনের পক্ষ থেকে ১৬৩ ধারা জারী করা হলেও তা ভঙ্গ করে মসজিদ ভাঙতে এগিয়ে যায় তারা। এতে পুলিশের সাথে সংঘর্ষে ১০ জন উগ্র হিন্দুত্ববাদী আহত হওয়ার ঘটনা ঘটে।

সূত্র: মুসলিম মিরর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img