ওমানে গর রবিবার থেকে পুনরায় চালু হয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের দূতাবাস। এখানে বর্তমান তালেবানের নেতৃত্বাধীন আফগান কূটনীতিকদের নিয়োগ দেওয়া হয়েছে।
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র হাফিজ জিয়া আহমেদ তাকাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, এই পদক্ষেপটি কাবুল ও মাস্কাট উভয়ের মধ্যে ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, অফিসিয়াল তথ্য অনুযায়ী, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রায় ৩৮ টি দূতাবাস ও কনস্যুলেট পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমানে চালু রয়েছে।
সূত্র: তোলো নিউজ