রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ধর্মীয় আইন নিয়ে কটুক্তি করলে আইনের আওতায় নেওয়া হবে : আফগানিস্তান

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের সকল প্রতিষ্ঠানগুলোকে ইসলামি শরীয়ত অনুযায়ী আইনি খসড়া নথিপত্র তৈরির নির্দেশনা দিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়। তবে এই নথি তৈরি করতে গিয়ে যদি কোন ব্যক্তি ইসলামী শরীয়তের বিধানকে নিয়ে কটুক্তি করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়।

শুক্রবার এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে আফগান বিচার মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের আইন সংক্রান্ত প্রতিটি অনুচ্ছেদ পবিত্র কুরআন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও হানাফি মাযহাবের প্রতিষ্ঠিত মতবাদের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসলামী ব্যবস্থাকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব আইনি নথিপত্রের বিরুদ্ধে কটুক্তিমূলক বক্তব্য সহ্য করা হবে না। যেসব ব্যক্তিরা এই কাজ করতে যাবেন তাদের অবশ্যই চিহ্নিত করা হবে এবং বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img