সোমবার, নভেম্বর ১১, ২০২৪

গাজ্জায় আরও ৬৪ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল

গাজ্জায় নতুন করে আরও ৬৪ ফিলিস্তিনিকে হত্যা করলো ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ৪১ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইলের বর্বর বাহিনী। এছাড়াও এ নির্মম ও সন্ত্রাসী অভিযানে আহত হয়েছেন আরও ৯৫ হাজারের বেশি ফিলিস্তিনি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় বলেছে, গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৬৪ জন নিহত এবং আরও ১৫৫ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেন, গাজ্জা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। গাজ্জায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরাইল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img