বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

সকল শ্রেণি-পেশার মানুষকে ভিআইপির নজরে দেখবে পুলিশ : পুলিশ সুপার কুতুব উদ্দিন

নওগাঁর নবাগত পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন বলেছেন, এখন থেকে বৈষম্যমুক্ত পুলিশি সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। সমাজে প্রচলিত ভিআইপিদের শ্রেণি পরিবর্তন হবে। ভিক্ষুক থেকে শুরু করে নির্যাতিত ও নিপীড়িত সব শ্রেণি-পেশার মানুষকে ভিআইপির নজরে দেখবে পুলিশ।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

মো. কুতুব উদ্দিন বলেন, পুলিশকে আরও জনবান্ধব পুলিশে রূপান্তর করা হবে। বিচার প্রত্যাশীদের ন্যায়বিচার নিশ্চিতে যা যা করণীয় করা হবে। শান্তিপ্রিয় জেলা নওগাঁকে যারা অশান্ত করার চেষ্টা করবে তারা আমার, আপনার ও জণগণের শত্রু। তাই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত জেলা গড়তে অপরাধীদের সম্মিলিতভাবে রুখে দেবে পুলিশ।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (ওসি-ডিবি) হাশমত আলী ও সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।

উল্লেখ, গত রোববার (৮ সেপ্টেম্বর) মো. কুতুব উদ্দিন নওগাঁয় পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img