রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

পাক আফগান সীমান্তে সংঘর্ষ; নিহত ২, আহত ১১

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সীমান্তে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আফগানিস্তানের ২ জন ব্যক্তি নিহত এবং ১১ জন আহত হয়েছেন। নিহত দুইজনের মধ্যে একজন নারী রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,খোস্ত প্রদেশের জাজাই মায়দান জেলায়, গত সপ্তাহের বুধবার থেকে এখন পর্যন্ত লাগাতার সংঘর্ষ চলছে।

তাহমিন খান নামে স্থানীয় এক বাসিন্দা জানান, “ইতিমধ্যে আমাদের দুইজন শহীদ হয়েছে। আহত হয়েছেন আরও ১১ জন।”

মহিবুল্লাহ নামে অন্য একজন বাসিন্দা জানান, “আমাদের বাড়ি-ঘরের কাছাকাছি গুলি চালানো হচ্ছে। ভবিষ্যতে কি হবে তা জানা নেই আমাদের। এই ধরনের পরিস্থিতি স্থানীয় বাসিন্দাদের জন্য সমস্যার সৃষ্টি করছে। অনেকে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে।”

ইতিমধ্যে ডুরান্ড লাইন বরাবর বসবাসরত বেশ কয়েকটি পরিবার পার্শ্ববর্তী এলাকায় চলে যেতে বাধ্য হয়েছে।

এ বিষয়ে খোস্ত প্রদেশের ডেপুটি গভর্নর জানিয়েছেন, সীমান্তে যেকোনো ধরনের আক্রমণের পাল্টা জবাব দেওয়ার জন্য সীমান্ত বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

সীমান্ত ও উপজাতি বিষয়ক ডেপুটি মন্ত্রী জানিয়েছেন, গত রাতেই জাজাই জেলার দুর্ঘটনার বিষয়টির একটি সমাধান করা হয়েছে। তবে হতাহতের বিষয়ে নতুন করে কোন কিছু জানাননি তিনি।

উল্লেখ্য, গত সপ্তাহে আফগান সীমান্তের মধ্যে একটি সামরিক চৌকি তৈরির চেষ্টা করছিল আফগান সীমান্তরক্ষী বাহিনী। এসময় তাদের উপর আকর্ষিক আক্রমণ চালায় পাকিস্তান সামরিক বাহিনী। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে জানা যায়, সামরিক চৌকিটি আফগানিস্তানের মাটিতেই বানানো হচ্ছিল।

সূত্র: তোলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img