বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪

শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না: সাবেক পাক রাষ্ট্রদূত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত রফিউজ্জামান সিদ্দিকী।

তিনি বলেন, শেখ হাসিনার সরকারের আমলে খুবই কঠোরতা ছিলো। তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না। বাংলাদেশে যা হয়েছে তা হাসিনার কারণেই হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) করাচীর এক সেমিনারে তিনি একথা বলেন।

সাবেক পাক রাষ্ট্রদূত আরো বলেন, বিএনপি এবং আওয়ামী লীগের শাসনের মধ্যে রয়েছে বড় ধরণের পার্থক্য। এছাড়া দেশ হিসেবে বাংলাদেশ অত্যন্ত সুন্দর, আকর্ষণীয় ও প্রাচুর্যে ভরপুর একটি দেশ। দেশটির দারিদ্রতাও আমি প্রত্যক্ষ করেছি।

উল্লেখ্য, রফিউজ্জামান সিদ্দিকী ২০১৬-২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

সূত্র: এআরওয়াই নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img