অবরুদ্ধ গাজ্জা উপত্যকার কেন্দ্রীয় এলাকায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের আক্রমণে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর ৩ সদস্য নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ১১ জনের বেশি ইসরাইলী বাহিনীর সদস্য।
ইসরাইলী গণমাধ্যম জানিয়েছে, নিহত ইসরাইলী বাহিনীর তিন জন ইসরাইলের রিজার্ভ ফোর্সের ৯৯তম ডিভিশনের সদস্য। তারা নেতজারিম তল্লাশি চৌকির কাছে নিহত হয়েছে।
আহত বেশ কয়েকজন সেনাকে হেলিকপ্টারে করে দ্রুত গাজ্জা থেকে সরিয়ে নেওয়া হয়। আর বাকিদেরকে রণাঙ্গনে বসেই চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।
সফল আক্রমণের পর হামাস জানিয়েছে, তারা নেতজারিমে ইসরাইলী কমান্ড সেন্টার লক্ষ্য করে ভারী মর্টার শেল নিক্ষেপ করে। এখন পর্যন্ত গাজ্জায় স্থল অভিযানে গিয়ে ইসরাইলী বাহিনীর ২৬০ সদস্য নিহত হয়েছে।