বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

খেলাফত ভীতি ছড়ানোয় কেরালা মুখ্যমন্ত্রীকে অবস্থান স্পষ্ট করার আহবান জামায়াত নেতার

খেলাফত ভীতি ছড়ানোয় বিশ্বব্যাপী শ্রদ্ধার পাত্র ইসলামী খেলাফতের সর্বোচ্চ নেতা খলিফাদের বিষয়ে কেরালা মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও তার দল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী) বা সিপিআই (এম) কে নিজেদের অবস্থান স্পষ্ট করার আহবান জানিয়েছেন ভারতীয় রাজ্যটির জামায়াতে ইসলামী দলের নেতা পি. মুজিব রহমান।

বুধবার (৩০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে জামাতে ইসলামীর বিরুদ্ধে আনিত অভিযোগের প্রেক্ষিতে তিনি এই আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সকল অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের প্রতি নিজ আনুগত্য ও ঘনিষ্ঠতা থেকে সকলের মনযোগ দূরে সরাতে জামায়াতের সাথে খেলাফত জুড়ে দিয়ে ভীতি ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কেরালার সম্প্রীতির পরিবেশ নষ্ট করছেন তিনি। রাজ্য পুলিশে আরএসএসের অন্তর্ভুক্তি ও যোগসাজশের যে বিষয়টি সামনে এসেছে তা উপেক্ষা করছেন তিনি। বিশেষত, আরএসএস নেতাদের সাথে পুলিশের এডিজিপি এম.আর. অজিত কুমারের বৈঠক, মালাপ্পুরাম জেলা নিয়ে তাদের পরিকল্পনা ও এডিজির বক্তব্যকে উপেক্ষা করছেন।

জামায়াত নেতা আরো বলেন, বিশ্বজুড়ে সমাদৃত, শ্রদ্ধার পাত্র মুসলিম খলিফাদের বিষয়ে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও তার দল সিপিআই (এম) কে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। যেখানে মহাত্মা গান্ধী নিজে ইসলামী খেলাফত ব্যবস্থার দ্বিতীয় খলিফা হযরত ওমরের প্রশংসা করেছেন। তাকে উত্তম ও আদর্শ শাসক বর্ণনা করেছেন, সেখানে খোদ সিপিআই (এম) এর গুরুত্বপূর্ণ সদস্যের খেলাফত ভীতি ছড়ানো কোনভাবেই মেনে নেওয়া যায় না। আমি বিজয়নকে এই বিষয়ে বিতর্কে বসার ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি।

এছাড়া তিনি সিপিআই (এম) এর প্রতি বিস্ময় প্রকাশ করে বলেন, কমিউনিস্ট পার্টি যারা বিশ্বব্যাপী ভাতৃপ্রতিম সংগঠনের সাথে সংযোগ বজায় রাখে, তারা কি করে জামায়াত তার আন্তর্জাতিক সম্পৃক্ততা ও সম্পর্কের কারণে সমালোচনা ও অভিযুক্ত করতে পারে! তাও খেলাফত প্রতিষ্ঠার মতো বিষয়টিকে জুড়ে দিয়ে!

সংবাদমাধ্যমের তথ্যমতে, মঙ্গলবার (২৯ অক্টোবর) কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী) বা সিপিএই (এম) এর রাজ্য কমিটির সদস্য পি. জে. রাজন লিখিত ‘পলিটিক্যাল ইসলাম’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দলটির গুরুত্বপূর্ণ সদস্য ও মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অভিযোগ করেন, “ভারতে খেলাফত পুন:প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াতে ইসলামী। যা সংবিধানের পরিপন্থী।”

সূত্র: মুসলিম মিরর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img