সোমবার, মে ২০, ২০২৪

মোসাদের কাছে তথ্য বিক্রির অভিযোগে তুরস্কে গ্রেফতার ৭

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে কাছে তথ্য বিক্রির সন্দেহে তুরস্কের অভ্যন্তরে ৭ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এর মধ্যে একজন ব্যক্তিগত গোয়েন্দাও রয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে এ বিষয়টি নিশ্চিত করেছে।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আটককৃত ব্যক্তিগত গোয়েন্দা পূর্বে একজন সরকারি কর্মচারী ছিলেন। তাকে মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন কোম্পানি ও তুরস্কে থাকা ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহ, নজরদারি ও তাদের ডিভাইস ট্র্যাক করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে এই ব্যক্তিকে প্রশিক্ষণ দিয়েছে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ। তাকে ক্রিপ্ট কারেন্সির মাধ্যমে বেতন দেওয়া হতো।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি ও ইস্তাম্বুলের কাউন্টার টেরোরিজম পুলিশের যৌথ অভিযানে এই গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়েছে।

যদিও এ বিষয়ে কোন ধরনের সরকারি ঘোষণা দেয়নি আঙ্কারা। অন্যদিকে ইসরাইলের পক্ষ থেকেও কোন মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img