বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

কোনো সমস্যা নেই: ড. কামাল

গণফোরামে কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি ড. কামাল হোসেন।

তিনি বলেন, দলে কোনো সমস্যা নেই। এমন কিছুই হয়নি। যদি থেকেও থাকে সেটি এখন নেই।

শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর বেইলি রোডে নিজ বাসভবনে গণফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. কামাল সাংবাদিকদের এসব কথা বলেন।

গণফোরাম নেতা ড. কামাল বলেন, দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। ঘুষ, দুর্নীতি, বিদেশে অর্থপাচারসহ নানা ঘটনার মধ্য দিয়ে দেশ আজ এ ক্রান্তিকাল অতিক্রম করছে। বর্তমানে দেশে অস্বস্তিকর রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান। ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জনগণকে নিয়ে মাঠে কাজ করা হবে। এজন্য কর্মীসভা করার কথা জানান ড. কামাল হোসেন।

সংবাদ সম্মেলন কামাল হোসেনের পক্ষে লিখিত বক্তব্যে মোস্তফা মোহসীন মন্টু বলেন, গণফোরামের কাউন্সিল সামনে ঘোষণা দেয়া হবে। কাউন্সিলে পূর্ণ সিদ্ধান্ত হবে। কী কী সমস্যা আছে সেগুলো চিহ্নিত করা হয়েছে। আর এসব তুলে ধরা হবে ৯ জানুয়ারির সংবাদ সম্মেলনে।

সভায় দলের সিনিয়র নেতাদের অনুপস্থিতি প্রসঙ্গে কামাল বলেন, আমাদের অধ্যাপক আবু সায়ীদ সাহেব, সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া আইসোলেশনে। এই কারণে তারা সভায় উপস্থিত হতে পারেননি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জগলুল হায়দার, মোকাব্বির খান, শফিকুল্লাহ, মহসীন রশিদ প্রমুখ।

২০১৯ সালের ২৬ এপ্রিল বিশেষ কাউন্সিলের পর গণফোরামে বিরোধ প্রকাশ্যে আসে। মোস্তফা মোহসিন মন্টুর স্থলে ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করার পর গণফোরাম দুটি অংশে বিভক্ত হয়ে পড়ে। একটি অংশ কামাল হোসেনকে কেন্দ্র করে এবং দ্বিতীয় অংশটি মন্টু-সুব্রতর নেতৃত্বে পরিচালিত হয়ে আসছিল।

গত ২৬ সেপ্টেম্বর সংগঠনের শৃঙ্খলা ও গণতন্ত্র অমান্য করে দলের ঐক্য ও স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের জন্য দলের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য মহসীন রশিদ, আ ও ম শফিকউল্লাহ ও মোশতাক আহমেদকে সাধারণ সদস্য পদ থেকে বহিস্কার করে মোস্তফা মহসিন মন্টু,সুব্রত চৌধুরী,আবু সাইয়িদ নেতৃতাধীন অংশ।

এরপর ১৬ অক্টোবর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরী,আবু সাইয়িদসহ আট জনকে বহিষ্কার করে কামাল হোসেন-রেজা কিবরিয়া নেতৃত্বাধীন অংশটি। বহিষ্কৃত বাকিরা হলেন- জগলুল হায়দার, হেলালউদ্দিন, লতিফুল বারী হামিম, খান সিদ্দিকুর রহমান ও আব্দুল হাসিব চৌধুরী।

গত ১৩ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে ড. কামাল হোসেন ঘোষণা করেন, গণফোরামে গত কয়েক মাসে ঘটে যাওয়া সব বহিষ্কার-পাল্টা বহিষ্কার অকার্যকর করা হলো।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img