বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় আটক ৪

কুষ্টিয়ায় আবারো ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে কমারখালীর কয়া ইউনিয়নে কয়া মহাবিদ্যালয় চত্বরে নির্মিত বৃটিশবিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী নেতা বাঘা যতীনের ভাস্কর্যটি ভেঙে দিয়েছে অজ্ঞাতরা।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ।

আটকৃতরা হলেন- কয়া বাঘা যতীন ডিগ্রি কলেজের সভাপতি অ্যাডভোকেট নিজামুল হক চুন্নু, অধ্যক্ষ হারুনর রশিদ ও নৈশপ্রহরী খলিলুর রহমান ও কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান।

গত ৫ ডিসেম্বর কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় কুষ্টিয়াসহ সারাদেশে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে। এরই মধ্যে একই জেলায় ফের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটলো।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img