আমেরিকায় প্রতি ৩০ মিনিটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে একজন। ভয়াবহ বিপর্যয়ের মুখে ক্যালিফোর্নিয়ায় শূন্যের কোঠায় আইসিইউ বেড।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) একদিনে দেশটিতে মারা গেছেন ৩ হাজারের বেশি। নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় আড়াই লাখ। গোটা আমেরিকায় ফাইজারের টিকা কার্যক্রমের মধ্যেই পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ।
ক্যালিফোর্নিয়ায় পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে। সেখানে বৃহস্পতিবার একদিনে মারা গেছেন তিন শতাধিক। এরমধ্যে লস অ্যাঞ্জেলেসেই মারা গেছেন শতাধিক। নতুন করে আক্রান্ত ৫০ হাজারের বেশি। আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি দ্রুত কমছে হাসপাতালগুলোর সক্ষমতা। জরুরি বিভাগে মাত্র ১ শতাংশ শয্যা খালি থাকলেও, মিলছেনা আইসিইউ বেড।