বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

সরকারকে ৭ দিনের আলটিমেটাম দিলেন চরমোনাই পীর

জাতীয় সংসদ ভেঙে দিয়ে সরকারকে পদত্যাগ করতে ৭ দিনের আলটিমেটাম দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, আগামী ১০ নভেম্বরের মধ্যে সংসদ ভেঙে দিয়ে সরকারকে পদত্যাগ করে সব নিবন্ধিত এবং প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

শুক্রবার (৩ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আলটিমেটাম দেন।

মুফতী রেজাউল করিম বলেন, অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হয় না বলেই বিদেশি শক্তিগুলো এ দেশে প্রভাব দেখাতে আসছে।

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে এবং অবৈধ সরকারের পতনের লক্ষ্যে বিএনপিসহ বিরোধী দলগুলোর সব শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে আগামী এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক কারণে কারারুদ্ধ বিএনপির সব শীর্ষ নেতা এবং গ্রেফতার আলেমদের মুক্তি দিয়ে রাষ্ট্রপতিকে সব রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপের উদ্যোগ গ্রহণ করতে হবে।

সরকার সব দাবি মেনে না নিলে আন্দোলনরত সব বিরোধী দলের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান ইসলামী আন্দোলনের আমীর।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img