সুদানের পশ্চিমাঞ্চলীয় ওমদুরমান শহরে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় প্রায় দুই ডজন মানুষ নিহত হয়েছে।
সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল (শনিবার) চালানো ওই বিমান হামলায় অন্তত ২২ ব্যক্তি নিহত ও বহু লোক আহত হয়েছে।
সুদানের সেনাবাহিনী গত ১২ সপ্তাহ ধরে দেশটির আধা সামরিক বাহিনী আরএসএফের বিরুদ্ধে লড়াই করছে। সেনাবাহিনী এক ফেসবুক পোস্টে দাবি করেছে যে, তাদের বিশেষ বাহিনী ২০ ‘বিদ্রোহী সেনাকে’ হত্যা করার পাশাপাশি তাদের বহু অস্ত্রসস্ত্র ধ্বংস করেছে।
সেনাবাহিনীর এ ঘোষণার কয়েক ঘণ্টা পর জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।