শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

জিরি মাদরাসার বার্ষিক সভা ১০ ও ১১ ডিসেম্বর

মাহবুবুল মান্নান


দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম আল জামেয়া আরবিয়া জিরি মাদরাসার ১১৪ তম বার্ষিক সভা আগামী বৃহস্পতি ও শুক্রবার(১০ ও১১ ডিসেম্বর) মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

ইনসাফ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন মাওলানা রহিম উল্লাহ।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর,হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস ও শিক্ষাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী,হেফাজতের মহাসচিব ও ঢাকা বারিধারা মাদরাসার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমী,জামেয়া বাবুনগর মাদরাসার মুহতামিম মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী,বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান,জামেয়া পটিয়ার মুহতামিম মুফতী আব্দুল হালিম বোখারী,ফেনী ওলামাবাজার মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম আদীব, মাওলানা আজিজুল হক আল মাদানী, মুফতী নজরুল ইসলাম কাসেমী,মাওলানা খোরশেদ আলম কাসেমী, মাওলানা জুনাইদ আল হাবীব,মাওলানা নজির আহমদ ও মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটাসহ দেশবরেণ্য ওলামায়ে কেরামগন এ সভায় বয়ান করবেন বলে জানা গেছে।

প্রথমদিন বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল দশটা থেকে যোহর পর্যন্ত জামেয়ার মিলনায়তনে জামেয়ার প্রাক্তন ছাত্রদের নিয়ে বিশেষ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হওয়ার কথা ও রয়েছে।

জামেয়া আরাবিয়া জিরির মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়্যব বার্ষিক সভা ও প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানকে সার্বিকভাবে সফল করার জন্য দেশবাসী ও সর্বস্তরের তৌহিদী জনতার প্রতি যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img