শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

ভ্যাকসিন নিয়েও করোনার আক্রমণ থেকে রেহাই পেলেন না ভারতে মন্ত্রী!

দুই সপ্তাহ আগে করোনাভাইরাসের ট্রায়াল ডোজ নিয়েছিলেন ভারতের হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। তারপরও করোনার আক্রমণ থেকে রেহাই পেলেন না। কোভিড আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি অনিল ভিজ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন।

এক টুইটবার্তায় তিনি লিখেছেন, আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আম্বলা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি হয়েছি। এই কদিনের মধ্যে যারা আমার কাছাকাছি এসেছেন, তারা কোভিড টেস্ট করিয়ে নিন।

এনডিটিভি জানিয়েছে, গত ২০ নভেম্বর ভারত বায়োটেকের করোনাভাইরাস প্রতিরোধী টিকা কোভ্যাকসিনের (Covaxin) ট্রায়াল ডোজ নিয়েছিলেন অনিল ভিজ। কিন্তু ভ্যাকসিন নেয়ার পরও তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়নি। শনিবার করোনার টেস্ট রিপোর্ট পজিটিভ আসার পরই ৬৭ বছর বয়সী অনিল ভিজের চিকিত্‍‌সা শুরু হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img