বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

১৯ বছরের যুদ্ধে এই প্রথম লিখিত চুক্তি করল তালেবান

ইনসাফ | নাহিয়ান হাসান


১৯ বছরের যুদ্ধে এই প্রথম লিখিতভাবে চুক্তি করেছে আফগানিস্তানের তালেবানরা।

বুধবার (২ ডিসেম্বর) মার্কিন মদদপুষ্ট আফগান সরকার ও তালেবান মুখপাত্রদের বৈঠকে এই লিখিত চুক্তি সম্পাদিত হয়েছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

আফগান সরকার এবং তালেবান প্রতিনিধিরা বলেছিলেন যে তারা শান্তি আলোচনার জন্য একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন – ১৯ বছরের যুদ্ধে তাদের প্রথম লিখিত চুক্তি এটি।

মার্কিন মদদপুষ্ট আফগান সরকারের মুখপাত্ররা এই বিষয়ে বলেন, সম্পাদিত লিখিত চুক্তিটি যদিও সুদূরপ্রসারী শান্তি আলোচনার একটি রূপরেখামাত্র! কিন্তু তা আফগান শান্তি প্রক্রিয়ার এক অনন্য অগ্রগতি হিসাবে বিবেচিত হবে। কারণ, এই লিখিত চুক্তির রূপরেখা অনুসরণ করে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি সহ আরো গুরুত্বপূর্ণ বিষয়াদি সমাধানের শান্তিপূর্ণ পথে এগিয়ে যাওয়া যাবে।

তাছাড়া আফগান সরকারের আলোচনাকারী দলের অন্যতম সদস্য নাদের নাদারি রয়টার্সকে বলেন, কোন প্রক্রিয়ায় শান্তি আলোচনা করা হবে তা তালেবানদের সামনে উপস্থাপন করার পর প্রক্রিয়াটি চূড়ান্ত হয়ে গেছে। এখন শুধু চুক্তিতে উল্লেখিত রূপরেখা ও আলোচ্যসূচি অনুযায়ী এজেন্ডা বাস্তবায়ন শুরু করা বাকি।

সূত্র: রয়টার্স ও টাইমস অফ ইন্ডিয়া

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img