রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৪৬ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ বৃহস্পতবার (২৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে পাঁচ হাজার ৯০৬ পিস ইয়াবা, ১৬৫ গ্রাম হেরোইন, ১৩ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, দুই বোতল ফেনসিডিল ও ছয় ক্যান বিয়ার জব্দ করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।