সেনাপ্রধান নিয়োগের জন্য নিয়ম অনুযায়ী সিনিয়র অফিসারদের তালিকা প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে পাঠিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
বুধবার (২৩ নভেম্বর) পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, লিস্টে ৬ সিনিয়র জেনারেলের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন, লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনির, লেফটেন্যান্ট জেনারেল সাহির শামশাদ, লেফটেন্যান্ট জেনারেল আজহার আব্বাস, লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদ, লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ ও লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আমীর।
সূত্র : ডেইলি জঙ্গ ও বোল নিউজ