তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারকে সমর্থন ও সহযোগিতার ঘোষণা দিয়েছে হাজারা শিয়া সম্প্রদায়ের নেতারা।
হাজারা শিয়াদের সমস্যা ও মতামত তুলে ধরে নেতারা বলেন, আমরা লড়াইয়ের পক্ষে নই। আমরা হাজারা শিয়া জনগণ ও সরকারের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছি।
তারা আরো বলেন, আমরা ভাষা ও গোষ্ঠীগত মতপার্থক্যের ঊর্ধে উঠে চলমান শাসন ব্যবস্থাকে সমর্থন করি এবং এই ব্যবস্থাকে রক্ষার জন্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। আমরা ভ্রাতৃত্ব ও জাতীয় ঐক্যের আহ্বান জানাই।
গত সোমবার (২১ নভেম্বর) ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী মাওলানা আব্দুল কবিরের সাথে এক বৈঠকে হাজারা শিয়া নেতারা এসব কথা বলেন। বৈঠকে উপজাতিটির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ও সাবেক সরকারের দায়িত্ব পালন করা হাজারা শিয়া কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাওলানা কবির, তাদের সমর্থনকে স্বাগত জানান ও বলেন বলেন ইমারাতে ইসলামিয়া মতপার্থক্য ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সরকার আফগানিস্তানের সমস্ত জাতিগোষ্ঠীকে মূল্যায়ন করে এবং সবাইকে এক জাতি হিসাবে বিবেচনা করে। এছাড়াও তিনি আশ্বস্ত করেন তাদের সরকার হাজারা ও শিয়া সম্প্রদায়ের সমস্যাগুলি সমাধান করবে।
সূত্র : বাখতার নিউজ এজেন্সি