বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫

আমেরিকায় নাইট ক্লাবে বন্দুক হামলা; নিহত ৫ আহত ১৮

আমেরিকার কলোরাডোয় সমকামীদের একটি নাইট ক্লাবে বন্দুক হামলায় পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় শনিবার (২০ নভেম্বর) রাতের এ ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, কলোরাডোর স্প্রিংস এলাকার ক্লাব কিউয়ে এ হামলা হয়। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

কলোরাডো পুলিশের লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো জানান, পুলিশ মধ্যরাতের পর গুলির ঘটনার বিষয়ে জানতে পারে। ঘটনাস্থলে পৌঁছার পর কর্মকর্তারা ক্লাবের ভেতরে হামলাকারী সন্দেহে একজনকে চিহ্নিত করেন।

ফেসবুক পেজে ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের কমিউনিটির ওপর এমন হামলায় তারা বিপর্যস্ত।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img