শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

একসঙ্গে জন্ম নেওয়া তিন শিশুর নাম রাখা হলো পদ্মা, সেতু ও জয়

একসঙ্গে তিন সন্তান ভুমিষ্ট হওয়ার পর তাদের নাম রাখা হয়েছে পদ্মা, সেতু ও জয়।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এই তিন শিশুর জন্ম হয়; আজ শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে তাদের নাম নির্ধারণ করে পরিবার।

শিশুদের বাবা জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা মেডিকেলে আমার স্ত্রী কেয়া খাতুনের সিজার করানো হয়। এ সময়ে একসঙ্গে তিনটি সন্তান প্রসাব করে সে। জন্ম নেওয়া দুটি মেয়ে ও একটি ছেলে সন্তানের নাম রাখা হয়েছে পদ্মা, সেতু ও জয়।

তিনি বলেন, আমি পেশায় ফেরিওয়ালা। তাছাড়া এর আগে মিনহাজ খান নামে চার বছরের একটি সন্তান রয়েছে আমাদের। এখন একসঙ্গে তিন সন্তানের দুধ কিনতে হিমশিম খেতে হচ্ছে। সকলের সহযোগিতা কামনা করছি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img