শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

সামান্যতম দুর্ভিক্ষের চিহ্ন বাংলাদেশে নেই : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক বলেছেন, মানুষের আয় বেড়েছে। তাই এখন আর কৃষি খামারে কাজ করছে না। দেশের মানুষকে আতঙ্কিত করার জন্য কিছু মিডিয়া, সুশীলেরা দুর্ভিক্ষের কথা মানুষকে শোনাচ্ছে। করোনার ফোবিয়ার মতো দুর্ভিক্ষ ফোবিয়ায় মানুষকে আটকে রাখতে চায় তারা। দেশ-বিদেশের অনেকের সাথেই সাক্ষাৎ করে সুনিশ্চিত হয়েই বলতে পারি, সামান্যতম দুর্ভিক্ষের চিহ্ন বাংলাদেশে নেই।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর কৃষি কৌশল বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী পেপার উপস্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপির সময়ে আলুর উৎপাদন ছিল মাত্র ৫০ লাখ টন। তা এখন ১ কোটিরও বেশি হয়েছে। আম, ভুট্টা, শাকসবজির উৎপাদন বেড়েছে বহুগুণ। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার নিরাপদ, পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তার অঙ্গীকার রেখেছে।

আব্দুর রাজ্জাক আরও বলেন, `কৃষি বাণিজ্য আয়ের অন্যতম উৎস হবে এটাই আওয়ামী লীগ সরকারের চেষ্টা। কৃষিকে আধুনিকায়ন করার জন্য সরকার সবসময়ই সংগ্রাম করছে। দেশ এতোই উন্নত হয়েছে যে, ধান কাটার জন্য এখন আর শ্রমিক পাওয়া যায় না।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইইবির সাবেক প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

মো. আবদুস সবুর বলেন, কৃষি কৌশলের প্রকৌশলীদের কারণেই আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর থেকেই কৃষিতে উন্নয়ন করা শুরু করেছেন। মাছ, আম, শাকসবজি উৎপাদন করার ক্ষেত্রে বিশ্বে সুদৃঢ় অবস্থান তৈরি করেছে। সামনের যেকোনো খাদ্য ঘাটতি মোকাবিলায় আধুনিক যন্ত্রকৌশল ব্যবহারে প্রকৌশলীরা এগিয়ে আসবেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img