শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

সরকার ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মহীন জাতি হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে: মাওলানা ইমতিয়াজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, সরকার ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মহীন জাতি হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। সরকারের সে চেষ্টা ইসলামপ্রিয় জনগণ রুখে দাড়াবে।

আজ শুক্রবার (১১ নভেম্বর) সকালে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে থানা ও নগর আমেলার যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইমতিয়াজ বলেন, আমাদের সন্তানদেরকে নাস্তিক ও ধর্মহীন বানাতে দিতে পারি না। বিরানব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশে ইসলাম নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।

তিনি বলেন, এইচএসসি পাবলিক পরীক্ষায় ধর্মীয় উস্কানী দিয়ে দেশে সাম্প্রদায়িকতার বিষবাম্প ছড়ানোর চেষ্টাকারী হিন্দু সম্প্রদায়ের জড়িত শিক্ষককে রিমান্ডে নিয়ে তথ্য বের করে আসল রহস্য উদঘাটন করতে হবে। অন্যথায় দেশময় তীব্র আন্দোলন গড়ে উঠবে।

আয়োজিত যৌথসভায় আরও উপস্থিত ছিলেন নগর দক্ষিণ সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, মুহাম্মদ আব্দুল আঊয়াল মজুমদার, ডা. শহিদুল ইসলাম, কেএম শরীয়াতুল্লাহ, মুফতী আব্দতুল আহাদ, মাওলানা নজরুল ইসলাম, নজরুল ইসলাম খোকন, মাওলানা কামাল হোসাইন প্রমূখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img