শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

ছাত্র অধিকার পরিষদের কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি দাবিতে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণসভাকে কেন্দ্র করে ছাত্র অধিকার পরিষদের কারাবন্দী ২৪ নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

মানববন্ধনে তারা দাবি জানান, জামিনযোগ্য হওয়া সত্ত্বেও নেতাকর্মীদের জামিন দেওয়া হচ্ছে না। এতে তাদের প্রতি অন্যায় করা হচ্ছে। তারা পরীক্ষা, ক্লাস করতে না পারায় তাঁদের একাডেমিক স্বাধীনতা হরণ হচ্ছে।

আজ সোমবার (৭ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে নিরাপদ ক্যাম্পাস ও ২৪ নেতার মুক্তির দাবিতে এ মানববন্ধন হয়।

বক্তারা বলেন, তাঁদের নেতাকর্মীরা একমাস থেকে তারা কারাবন্দি হয়ে রয়েছে। মতের মিল না হলে হামলা, মামলা, জেলে নিয়ে নির্যাতন, রিমান্ড দেওয়া হচ্ছে। এটি চরম মানবাধিকার লঙ্ঘন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। মানবিক দিক বিবেচনা করে হলেও নেতাকর্মীদের জামিন দেওয়ার দাবি জানান তারা।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সালেহ উদ্দিন সিফাত বলেন, দুটি মামলায় যে ছয়টি সেকশন দাঁড় করানো হয়েছে তার চারটিই জামিনযোগ্য। তবে তাৎক্ষণিক জামিনযোগ্য নয় যে দুটি সে দুটি শুধুমাত্র দুজন নেতার বিরুদ্ধে আছে। তবু বাকিদেরকেও জামিন দেওয়া হচ্ছে না।

মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনটির অর্থ সম্পাদক আহনাফ সাইদ খান, আন্ত্রজাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিফাত রশিদ, নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক নুসরাত তাবাসসুম ও হাসিব আল ইসলাম।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img